বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

কেটি পেরি ও ট্রুডোর ডিনার ভিডিও ভাইরাল! নতুন সম্পর্কের গুঞ্জন?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৫:২৫

ছবি: সংগৃহীত

সম্প্রতি কানাডার মন্ট্রিয়লের এক বিলাসবহুল রেস্টুরেন্টে একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোকে। ভিডিও প্রকাশ করেছে গসিপ ম্যাগাজিন টিএমজেড, যেখানে দেখা যায়—কেটি একেবারে টেবিলের উপর ঝুঁকে, মনোযোগ দিয়ে কথা বলছেন ট্রুডোর সঙ্গে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কড়া নিরাপত্তার মধ্যে তারা একসঙ্গে ককটেল আর লবস্টার উপভোগ করেছেন। এমনকি খাবার শেষে রান্নাঘরে গিয়েও রেস্টুরেন্ট কর্মীদের ধন্যবাদ জানান। এই মুহূর্তে কেটি পেরি আছেন কানাডা সফরে, মন্ট্রিয়ল ও অটোয়ায় কনসার্ট করছেন তিনি।

তবে গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে তাদের ব্যক্তিগত জীবন। কিছুদিন আগেই কেটি পেরি তার দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। এই যুগলের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ।

অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের সম্পর্কের ইতি টানেন। এই দম্পতির রয়েছে তিন সন্তান। এখন প্রশ্ন উঠছে—এই ডিনার কি নিছক বন্ধুত্বপূর্ণ? নাকি এখানে অন্য কিছু রয়েছে? উত্তর এখনও অজানা, তবে নেট দুনিয়ায় আলোচনা থেমে নেই!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top