চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ২

Nasir Uddin | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১০

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

নিহতরা হলেন- নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) ও একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তবে আহতদের নাম জানা যায়নি।

ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফাহাদ আকিদ রেহমান বলেন, নিহত ও আহতদের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার রেজাউল করিম বলেন, বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top