শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গোপালগঞ্জে 'খাদ্যের নিরাপদতা' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২১, ০১:০৬

গোপালগঞ্জে 'খাদ্যের নিরাপদতা' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

চতুর্থ নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জে 'খাদ্যের নিরাপদতা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।

'জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য-টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ' এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু রায়, জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, ব্যবসায়ী নেতা শেখ মোশাররফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ব্যবসায়ীক নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় নিরাপদ খাদ্যের উপর গুরুত্ব আরোপ করে বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top