শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সারাদেশে শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

Nasir Uddin | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৮

ছবি: সংগৃহীত

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। মহান ভাষা আন্দোলনের সেই বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় সারাদেশে স্মরণ করছে জাতি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ সারা দেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। এসময় তারা ভাষাশহীদদের স্মরণ করার পাশাপাশি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় বক্ত করেন।

মহান ভাষা আন্দোলন ও বীর শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিউগলে বেজে উঠে সুর। এরপর ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় খুলনায় শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা বিএনপি, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসময় পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, বিএনপি- জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

একুশের প্রথম প্রহরে গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি। রাত বারোটা এক মিনিটে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়।

পঞ্চগড়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি'র নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। একুশের প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুস্প¯বক অর্পন করেন। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী সমিতি, প্রেসক্লাবসহ সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

এছাড়া একুশের ঝিনাইদহ,নরসিংদী ও শরীয়দপুরসহ দেশের বিভিন্নস্থানে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top