মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা
Nasir Uddin | প্রকাশিত: ৬ জুন ২০২৫, ০৯:৪০
 
                                        মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আযহা পালন হচ্ছে আজ। শুক্রবার (৬ জুন) স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কুরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। গত ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর, ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হয়। এ অনুযায়ী, ১০ জিলহজ তথা ৬ জুন ঈদুল আজহার দিন নির্ধারিত হয়েছে ।
এই উপলক্ষে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের আনন্দে মেতে উঠেছে মুসলিম সম্প্রদায়। সকালে ঈদের নামাজ আদায়ের পর মুসল্লিরা কোরবানি দিচ্ছেন, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে ।
ঈদের এই আনন্দঘন দিনে বিশ্বের সর্বাধিক মুসলিম-সংখ্যাবহুল দেশ ইন্দোনেশিয়াতেও উৎসব পালিত হচ্ছে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীরতায়। ভৌগোলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়ায় ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় সবার আগে। আজই ঈদ উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্রেও।
অন্যদিকে ইউরোপসহ পৃথিবীর নানা প্রান্তে ভৌগোলিক পার্থক্যের কারণে ঈদুল আজহা পালিত হবে কয়েক ঘণ্টা আগে-পরে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই ও মালয়েশিয়ায় ঈদ উদযাপিত হবে আগামীকাল শনিবার।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।