খাগড়াছড়িতে ৫০ লাখ টাকার গাঁজার গাছ ধ্বংস

খাগড়াছড়ি থেকে | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ২২:৪৮

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের গাঁজাগাছ ধ্বংস করেছে জেলা প্রশাসন। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার চম্পাগাট ইউনিয়নের টঙ্গিছড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৪০শতক জমিতে চাষ করা গাঁজাগাছ উদ্ধার করে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top