পঞ্চগড়ে ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজন গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৭
পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালত কারাগারে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন উপজেলার মো. হাসান (১৮), রাজিব (২০), মোস্তফা হানিফ মিজানুর (২১) ও সোহেল শেখ (৩২) এই চারজন অভিযুক্ত। মঙ্গলবার রাতের ঘটনা স্থলবন্দর এলাকায় ঘটে। অভিযোগ অনুযায়ী, বগুড়া থেকে আসা একটি আলুভর্তি ট্রাকে তারা এসে একটি পরিত্যক্ত দোকান ঘরের সামনে ওই নারীকে ধর্ষণ করে।
স্থানীয়রা এবং স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীরা (সিকিউরিটি গার্ড) বিষয়টি নজরে আনলে দ্রুত তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গ্রেপ্তার করে। নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার চারজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষা চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।