শ্রীপুরে নারী এনজিও কর্মীর উপর সশস্ত্র ছিনতাই, স্বর্ণ ও টাকা লুট
মাগুরা প্রতিনিধি | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৩:৪৭
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় অস্ত্রের威 দেখিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই করেছে তিনজন ছিনতাইকারী।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এই ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসায় ছিনতাইকারীরা একটি অস্ত্র ফেলে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাক টিকারবিলা শাখার ওই নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। পথে তিন ছিনতাইকারী তাকে থামিয়ে গলার চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে নারী কর্মী আত্মরক্ষার জন্য একজনকে ঘুষি মারেন। ধস্তাধস্তির সময় একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে।
ভুক্তভোগী নারী বলেন, “নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তারা টাকার ব্যাগ ও স্বর্ণালংকার নিতে চেয়েছিল। আমার চিৎকারে লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করেন।”
তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার গলার স্বর্ণের চেইন ও ১৫–১৬ হাজার টাকা নিয়ে গেছে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্র জব্দ করে।
শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে এটি আসল নাকি নকল তা পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য অভিযান চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।