বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনের অপরাধে তিনজনকে কারাদণ্ড

রাকিব ইসলাম | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৪:১৭

পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট ও মোমিনপুরে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে অভিযান। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের  চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন এবং বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন ব্যবহারের অপরাধে তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন  হামিদুল ইসলাম (২২), পিতা: মো: ইসমাইল হোসেন, গ্রাম: মোমিনপুর, পাটগ্রাম,  ফিরোজ হাসান (২৪), পিতা: টিপু সুলতান, গ্রাম: মির্জারকোর্ট, পাটগ্রাম। গৌতম মন্ডল (৩৪), পিতা: অনিল মন্ডল, তুষভান্ডার, কালীগঞ্জ।

এ সময় পাটগ্রাম থানার এসআই সোহাগের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে। অভিযান ও সাজা কার্যক্রম স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top