মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:৪১

সংগৃহীত

সিরাজঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় বুধবার (১৯ নভেম্বর) রাত প্রায় ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। 

স্টেশন মাস্টার আবু হান্নান জানিয়েছেন, ট্রেনের ইঞ্জিনের পাশে পেট্রলের বোতল ফেলা হয়েছিল। আগুন ও বিস্ফোরণ ঘটেনি, তাই বড় ধরনের আঘাত বা হতাহতের ঘটনা ঘটে না। 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, তারা এই ঘটনা সম্পর্কে অবহিত। পরীক্ষামূলকভাবে বলতে পারছেন, “ছোট একটি ন্যাকড়ায় আগুনের মতো দিয়ে পেট্রলের বোতল নিক্ষেপ করা হয়েছিল। বোতলটি ইঞ্জিনের পাশেই খালি জায়গায় পড়ে গিয়েছিল।” কিন্তু তাঁর মতে, “কোনো ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য না হওয়ায় মামলা দায়ের করা হবে না।” 

ওসি দুলাল উদ্দিন আরও বলেন, “এটা রেলওয়ে আইন হিসেবে বিচার করা হবে, বা অন্য আইন অন্তর্ভুক্ত হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top