লালমনিরহাটে
চিন্তায় বিশ্ব, চেতনায় বাংলাদেশ: চার শতাধিক তরুণকে বদলে দিচ্ছে ‘সুনাগরিক শিক্ষা’ কর্মশালা
আহসান সাকিব হাসান | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৬:৪২
“সুনাগরিক শিক্ষা চিন্তায় বিশ্ব, চেতনায় বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে লালমনিরহাটের শহরকেন্দ্রিক দু’টি কলেজে প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো নাগরিক শিক্ষা বিষয়ক বিশেষ কর্মশালা।
বুধবার ১৯ নভেম্বর ও বৃহস্পতিবার ২০ নভেম্বর লালমনিরহাট শেখ শফিউদ্দিন কমার্স কলেজ এবং লালমনিরহাট সরকারি কলেজে কর্মশালা দুটি অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক ফাউন্ডেশন (জানাফ), আলোকিত নাগরিক, স্বপ্ন বুনি ফাউন্ডেশন, শুদ্ধি এবং গ্লোবাল কো-প্রসপারিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার লক্ষ্য ছিল যুব সমাজকে দায়িত্বশীল, সচেতন ও ইতিবাচক নাগরিক হিসেবে প্রস্তুত করা।
শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব পায়,মৌলিক অধিকার ও দায়িত্ব, মানবাধিকার ও নৈতিকতা, গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন, বৈশ্বিক নাগরিকত্ব ও স্থানীয় প্রেক্ষাপট, পরিবেশ ও সামাজিক নিরাপত্তা. ন্যায়বিচার, ভুল ও বিভ্রান্তিকর তথ্য সনাক্তকরণ, প্রযুক্তি নিরাপত্তা ও AI–এর সঠিক ব্যবহার।

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সচেতন ভোটার তৈরি, আইনের প্রতি সম্মান, অন্যায়ের প্রতিবাদ এবং সুষ্ঠু সমাজ গঠনে ব্যক্তিগত ভূমিকা নিয়ে গড়ে ওঠা দৃষ্টিভঙ্গির ওপর।
আলোকিত নাগরিক-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সানজিদ আহমেদ সজিব জানান, “আলোকিত নাগরিক, জাগ্রত নাগরিক ফাউন্ডেশনের একটি উদ্যোগ। দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরির ধারাবাহিকতায় লালমনিরহাটের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সুনাগরিক শিক্ষা’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।”

স্বপ্ন বুনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান সাকিব প্রশিক্ষক হিসেবে বলেন, “শিক্ষা শুধু বইয়ের ভেতরেই নয়; নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও বিশ্বদৃষ্টির সমন্বয়ে তৈরি হয় একজন সত্যিকারের সুনাগরিক। একজন তরুণের সচেতন একটি ভোটও জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে।”
তিনি আরও যোগ করেন, “যুব সমাজকে বৈশ্বিক ভাবনায় এগোতে হবে, তবে চেতনায় থাকতে হবে বাংলাদেশ। দেশের আইন, পরিবেশ ও গণতন্ত্র রক্ষায় তরুণদেরই হতে হবে প্রথম সারির শক্তি।”
দুই কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। তাদের মতে, নাগরিক অধিকার, দায়িত্ব ও নৈতিকতা নিয়ে এই কর্মশালা তাদের মাঝে নতুন উপলব্ধি, আত্মচেতনা এবং সমাজ গঠনের মানসিকতা তৈরি করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।