বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৫৭ লাখ টাকার চোরাই মাল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:০১

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের সদর উপজেলার মইনপুর সীমান্ত এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চোরাই পণ্য জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী মইনপুর এলাকায় পরিত্যক্ত একটি গোদামঘর এবং সুরমা নদীতে ফেলে যাওয়া একটি নৌকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে ১টি ইঞ্জিনচালিত নৌকা, ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত সব পণ্য মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা ইতোমধ্যে নজরদারি আরও জোরদার করেছি। এসব কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও বৃদ্ধি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top