আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:২৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে কোনো রপ্তানিকারকই মাছের চালান পাঠাতে পারেননি।
রপ্তানিকারকদের দাবি, মৎস্য বিভাগের সনদ অনলাইনে না থাকার জটিলতার কারণেই এ স্থবিরতা তৈরি হয়েছে। এতে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার রপ্তানি আয় কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
রপ্তানিকারক সূত্রে জানা যায়, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ থেকে ৭০ টন পর্যন্ত হিমায়িত বিভিন্ন প্রজাতির (রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া, পাবদা ইত্যাদি) মাছ ভারতে রপ্তানি হয়ে থাকে। প্রতি কেজি মাছ রপ্তানিমূল্য ২ দশমিক ৫ মার্কিন ডলার। এতদিন মৎস্য বিভাগ এসব রপ্তানির সনদ ম্যানুয়ালি দিতেও কোনো সমস্যা হয়নি।
কিন্তু গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সনদ অনলাইনে দেওয়ার নির্দেশ পাঠায়। মৎস্য অধিদপ্তর প্রয়োজনীয় অনলাইন ব্যবস্থা চালু না করায় বৃহস্পতিবার থেকে রপ্তানিকারকরা বিল অব এন্ট্রি করতে পারছেন না। ফলে স্থবির হয়ে গেছে সব রপ্তানি কার্যক্রম।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, “বন্দরের রপ্তানি আয়ের বড় অংশ আসে মাছ রপ্তানি থেকে। এনবিআরের নির্দেশনা অনুযায়ী সনদ অনলাইনে না দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার মাছ রপ্তানি বন্ধ থাকছে। এতে সরকারও রেমিট্যান্স হারাচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, “এনবিআরের নির্দেশনার বিষয়টি আমাদের জানা ছিল না। গতকাল বিষয়টি জেনেছি। আজই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।