বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৩৯

সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসরাইল হাওলাদার। গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জিএমপির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।

বুধবার (১৯ নভেম্বর) জিএমপি সদর দপ্তরে যোগদান করলে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান ফুল দিয়ে নবাগত কমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের সময় জিএমপির একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল নবনিযুক্ত কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর তিনি জিএমপির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অফিসিয়াল মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

নতুন কমিশনার ইসরাইল হাওলাদার জানান, তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top