শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে আতঙ্কে টঙ্গীতে পদদলিত—আহত দুই শতাধিক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৪:৩৮

সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে গাজীপুরের টঙ্গীতে সৃষ্টি হয় তীব্র আতঙ্ক। ভবন দুলে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘটে পদদলিতের ঘটনা। এতে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রায় ২৫ জন এবং মা টাওয়ার, ফ্যাশন প্লাসসহ আশপাশের আরও তিন প্রতিষ্ঠানের দুই শতাধিক শ্রমিক ও সাধারণ মানুষ আহত হন।

হঠাৎ সৃষ্ট ভিড়ে অনেকেই পড়ে গিয়ে হাতে, পায়ে ও বুকে বিভিন্ন ধরনের চোট পান। আহতদের বেশিরভাগকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগে বাড়তে থাকে রোগীর চাপ।

টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. তারেক জানান, “আমরা সকাল থেকেই আহত রোগীদের চিকিৎসা দিচ্ছি। হাসপাতালে অনেকেই ভর্তি আছেন, সবার চিকিৎসা চলমান রয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প বা হঠাৎ ভয়াবহ আতঙ্কে ভিড়ের মধ্যে পদদলিত এড়াতে প্রয়োজন সচেতনতা এবং নিরাপদ ব্যবস্থাপনা। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে ভবন থেকে বেরোনোর সময় ধৈর্য ও সুশৃঙ্খলভাবে চলার পরামর্শ দিয়েছেন তারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top