ঘোড়াশালসহ যেসব বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৪:৪৬
রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালসহ দেশের বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবি জানায়, ভূমিকম্পজনিত সতর্কতার অংশ হিসেবে ঘোড়াশাল, বিবিয়ানা, বাঁশখালী, আশুগঞ্জ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে। এর ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানায় সংস্থাটি।
আগুন, ক্ষয়ক্ষতি ও ভবন হেলে পড়ার একাধিক খবর
ভূমিকম্পের তীব্রতায় রাজধানীসহ বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়ায় এবং কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিভিন্ন স্থানে জরুরি সেবা দিচ্ছে।
ঢাকা ও আশপাশের ঘটনাগুলো—
খিলগাঁও: নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী একটি দোতলা বাড়িতে ইট পড়ে একজন আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেন।
বারিধারা ব্লক-এফ, রোড-৫: একটি বাসাবাড়িতে আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের দুই ইউনিট অগ্নিনির্বাপণ করছে। আগুনের কারণ ভূমিকম্প কিনা তা এখনো জানা যায়নি।
সূত্রাপুর স্বামীবাগ: ৮ তলা একটি ভবন পাশের অন্য একটি ভবনের দিকে হেলে পড়েছে বলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়: একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্যাটেলাইট ফায়ার স্টেশনের পরিদর্শনে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।
কলাবাগান আবেদখালী রোড: ৭ তলা একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এখনো কোনো হতাহতের খবর নেই।
ঢাকার বাইরে—
মুন্সীগঞ্জের গজারিয়া: একটি বাড়িতে আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশনের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর মাধবদীতে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বিভিন্ন স্থাপনায় পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটল এবং আতঙ্কজনিত দৌড়াহুড়িতে আহত হওয়ার ঘটনা ঘটে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।