২৪ ঘণ্টায় দুই কম্পন! এবার বাইপাইলে মৃদু ভূমিকম্প, আতঙ্ক!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৩:০৯
নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই দেশে আবারও কম্পন। এবার উৎপত্তিস্থল ঢাকার অদূরে সাভার-গাজীপুরের মাঝামাঝি বাইপাইল এলাকা। ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল মাত্র তিন দশমিক তিন। এটিকে একটি 'মাইনর' বা মৃদু ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মনে রাখতে হবে, গতকাল শুক্রবার প্রায় একই সময়ে— সকাল ১০টা ৩৮ মিনিটে— ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীতে উৎপত্তি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারাদেশ।
দেশের ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ সেই কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি তথ্যমতে, ঢাকা, নরসিংদী এবং নারায়ণগঞ্জে দুইজন শিশুসহ মোট ১০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও সারাদেশে আহত হয়েছেন কয়েকশ মানুষ।
২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকার এত কাছাকাছি এলাকায় পরপর দুটি ভূমিকম্প রেকর্ড হওয়াটা একটি বড় উদ্বেগের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, এটা প্লেট আনলকিং বা সঞ্চিত শক্তি বের হওয়ার প্রক্রিয়া হতে পারে।
যদিও আজকের কম্পনটি মৃদু, কিন্তু ঘন ঘন এই ধরনের ঘটনা ইঙ্গিত দেয় যে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন। এই পরিস্থিতিতে ভবন সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত সচেতনতাই হতে পারে একমাত্র রক্ষাকবচ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।