শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ৫৯৩ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:২৫

সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৯৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্যে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বিভাগ ও সিটি করপোরেশন অনুযায়ী এভাবে ছিল:

বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯০ জন

চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯৭ জন

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮৮ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২১১ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭৮ জন

খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৯ জন

গত ২৪ ঘণ্টায় ৬২৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৮৬,৩৩১ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বেরিয়েছেন।

২০২৫ সালের ডেটা অনুযায়ী, ২০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯,৪৮৬ জন। এর মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৫৬ জন।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে দেশে মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top