সেন্টমার্টিন ভ্রমণ: ১ ডিসেম্বর থেকে জাহাজ, রাতে থাকার সুযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৩

সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো! অবশেষে বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকরা। আগামী ১ ডিসেম্বর থেকে এই দ্বীপে জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে।

সবচেয়ে আনন্দের খবর হলো, পর্যটকদের জন্য রাতে থাকার সুযোগও থাকছে। তবে পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দৈনিক দুই হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না।

যাত্রা শুরু হবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে, প্রতিদিন সকাল সাতটায়। পরের দিন বেলা তিনটায় সেন্টমার্টিন থেকে জাহাজটি কক্সবাজারে ফিরে আসবে।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস ভ্রমণের জন্য সাতটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়াসহ আরও কয়েকটি জনপ্রিয় জাহাজ। কক্সবাজার থেকে সেন্টমার্টিনের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।

ভ্রমণের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম মানতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কাটতে হবে। প্রতিটি টিকিটে কিউআর কোড এবং ট্রাভেল পাস সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পর্যটক পারাপারের সময় জাহাজগুলো কঠোর নজরদারিতে থাকবে। নুনিয়ারছড়া ও সেন্টমার্টিন জেটিঘাটে পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণে পৃথক তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top