সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:১৭

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রাত ৯টার দিকে শারফিন মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটেছে ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে, কুরবান আলীর বাড়ির সামনে।

নিহত শারফিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে শারফিন মোল্লা বাড়ি ফেরার পথে চা খেয়ে বের হন। বাড়ির অদূরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে প্রতিবেশী ও পরিবার তার আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। involved ব্যক্তিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top