সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:০২
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে চারজন জেলে বনদস্যুর হাতে অপহৃত হয়েছেন। তাদের মুক্তির জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। এদের মধ্যে একজন মুক্তিপণ পরিশোধের পর বাড়ি ফিরে এসেছেন।
ঘটনাটি ঘটে গত শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায়, সাতক্ষীরা রেঞ্জের আঠারবেকি এলাকার একটি খালে। অভিযুক্ত দস্যু আলিম বাহিনীর সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
শ্যামনগর উপজেলার বড়ভেটখালী গ্রামের ইউসুফ গাজী জানান, তিনি ২০ নভেম্বর কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে নিজের নৌকায় মরগাং গ্রামের ইব্রাহিম শেখ ও আনিস শেখকে নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। একইভাবে মরগাং গ্রামের হাসান শেখ এবং বড়ভেটখালীর আবদুল গাজীও সুন্দরবনে যান। শুক্রবার সন্ধ্যায় আঠারবেকি ভাইজো খালে কাঁকড়া ধরার সময় দস্যুরা তাদের তিনটি নৌকা আটকে চারজনকে জিম্মি করে। পরে জানানো হয়, জনপ্রতি ৫০ হাজার টাকা দিলে ছাড়া পাওয়া যাবে।
রোববার ভোরে ৫০ হাজার টাকা পরিশোধের পর হাসান শেখকে একটি নৌকায় তুলে দেয় দস্যুরা। সকাল ৯টার দিকে তিনি বাড়ি পৌঁছান।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাসেম মোরেল জানান, সুন্দরবনে দস্যুতা আবারও মাথাচাড়া দিয়েছে। ভেটখালী ও মরগাং এলাকার কয়েকজন জেলে সম্প্রতি আঠারবেকি এলাকা থেকে অপহৃত হয়েছেন।
সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা হক বলেন, জেলেরা সাধারণত প্রশাসনকে কিছু জানায় না। অনেক সময় মহাজন বা পরিবারের লোকজন মুক্তিপণ দিয়ে তাদের ছাড়া করে। দুর্গম এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো কঠিন হলেও দস্যু দমনে একটি স্মার্ট প্যাট্রোল দল ও দুটি বিশেষ টিম মাঠে কাজ করছে। সুনির্দিষ্ট তথ্য পেলে অপহৃতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।