সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

চট্টগ্রামে বহুতল ভবনের কম্বলের গুদামে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:০০

সংগৃহীত

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি বহুতল ভবনের পাঁচতলায় অবস্থিত কম্বলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দুপুর দেড়টার দিকে কোতোয়ালি থানার কদমতলী পোড়া মসজিদ সংলগ্ন চেয়ারম্যান বিল্ডিংয়ের কম্বলের গুদামে আগুন লাগার খবর পাওয়া মাত্রই তারা অভিযান শুরু করেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানালেও ভবনের ভিতর থেকে এখনো আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে দেখা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আগুনে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top