সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

কামারখন্দে আওয়ামী লীগ অফিসের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৪৯

সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ের উত্তর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগা ওই নারী স্টেশন এলাকার আশপাশেই থাকতেন। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন এবং প্রায়ই স্টেশনের বিভিন্ন স্থানে রাত কাটাতেন।

স্থানীয় মোহাম্মদ সজীব বলেন, “তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বহুদিন ধরে এখানে থাকতেন। ভিক্ষাই ছিল তার একমাত্র অবলম্বন।”

জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, নারীর পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহে আঘাতের চিহ্ন ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “আমি নিশ্চিত নই। স্থানীয়দের থেকে শুনেছি, স্বাভাবিক মৃত্যু হতে পারে।”

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, “রেললাইন থেকে ১০ ফিটের মধ্যে হলে বিষয়টি রেলওয়ে পুলিশের আওতায় পড়ে। আর ১০ ফিটের বাইরে হলে কামারখন্দ থানার আওতায় যাবে।” তিনি আরও জানান, এলাকার সিসিটিভি ফুটেজ ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ জানা চেষ্টা চলছে।

মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top