সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

বেরোবিতে ‘ম্যানার’ শেখানোর নামে নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং, তদন্তে কমিটি গঠন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:২৩

সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলা বিভাগের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার’ শেখানোর নামে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এক পর্যায়ে দ্বীন ইসলাম নামের এক শিক্ষার্থীকে চড় মারা হয়, যার কারণে তিনি কানে শুনতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটে রোববার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ছাদে। ভুক্তভোগী ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভর্তি হওয়ার পর থেকেই ১৬তম ব্যাচের কয়েকজন সিনিয়র তাদের নিয়মিত মানসিক চাপে রাখতেন এবং অশালীন ভাষায় গালাগালি করতেন।

নবীনরা জানান, সিনিয়ররা রোববার সন্ধ্যায় সকলকে ব্যাডমিনটন কোর্টে ডাকেন। পরে বিজয়-২৪ হলের ছাদে নিয়ে এসে আবারও গালাগালি করা হয়। এ সময় মামুন নামের এক সিনিয়র শিক্ষার্থী দ্বীন ইসলামকে চড় মারে। দ্বীন ইসলাম চিৎকার করলে উপস্থিত শিক্ষার্থীরা ছাদে আসেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগী জানান, “আমি কানে কিছু শুনতে পারছি না, টেস্ট করাতে মেডিকেলে আসছি।”

অভিযুক্ত মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, “তাকে ওইভাবে কিছু করা হয়নি। আমি শুধু গায়ে একটু হাত দিয়েছি।”

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার (২৪ নভেম্বর) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের সহকারী প্রভোস্ট ড. এ.টি.এম. জিন্নাতুল বাসারকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রভোস্ট সাইফুদ্দীন খালেদ ও সহকারী প্রক্টর মো. ফায়সাল-ই-আলম। বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. আমির শরীফ বলেন, “কমিটিকে প্রতিবেদন দাখিলে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, “র‌্যাগিংয়ে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ঘটনায় যারা জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। তদন্ত প্রতিবেদন শৃঙ্খলা বোর্ডে উপস্থাপন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top