গাজীপুরের কালিয়াকৈরে
কবরস্থান থেকে রাতে মায়ের লাশ নিজ ঘরে নিয়ে রাখল ছেলে
গাজীপুর প্রতিনিধি ● | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোথাজুরী এলাকায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, সজিব হোসেন নামের এক মাদকাসক্ত ছেলে পারিবারিক কবরস্থান থেকে নিজের মায়ের লাশ তুলে এনে ঘরে মশারী টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রেখেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খোদেজা বেগম স্বামী আনতাজ আলীর মৃত্যুর পর একমাত্র ছেলে সজিবকে নিয়ে বসবাস করছিলেন। বাবা না থাকার সুযোগে সজিব ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে ওঠে এবং প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া-বিবাদ ও শারীরিক নির্যাতন করত।
গত শনিবার দুপুরে মা–ছেলের মধ্যে তীব্র বাক-বিতণ্ডার একপর্যায়ে খোদেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত ও জানাজা শেষে রবিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কিন্তু রাতের কোনো এক সময় সজিব গোপনে কবর খুঁড়ে লাশ নিজ ঘরে নিয়ে আসে এবং মশারী টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখে। পরের দিন স্থানীয়রা কবরস্থানে গিয়ে বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় সজিবের ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে পুনরায় দাফন করা হয়।
এ ঘটনায় সজিব তার মামা আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়ে দাফনকাজে অংশ নেওয়া স্বজনদের প্রাণনাশের হুমকিও দেন। পরিবারের সদস্যরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুরুজ জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক। স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশটি পুনরায় দাফন করা হয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।