নওগাঁর ধামইরহাটে

বিয়েবাড়ির খাবারে খাদ্য বিষক্রিয়ার প্রভাবে ১ জনের মৃত্যু, ১৭ জন হাসপাতালে

নওগাঁ প্রতিনিধি | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৩:৩৭

বিয়েবাড়ির খাবারে খাদ্য বিষক্রিয়ার প্রভাবে ১ জনের মৃত্যু, ১৭ জন হাসপাতালে | ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে বিয়েবাড়ির খাবার খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোজাফফর হোসেন (৩৮), তিনি ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩শ’ জনের জন্য খাবারের আয়োজন ছিল। খাবার গ্রহণের পর অতিথিদের মধ্যে হঠাৎ পেট ব্যথা, বমি ও অন্যান্য অসুস্থতার ঘটনা ঘটতে শুরু করে। পরে ১৮ জনকে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ডা. খালেদ সাইফুল্লাহ, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে রেফার্ডের পথে তার মৃত্যু হয়। বাকি ১৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top