মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৫:২৬

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি ছিটানো হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, চিনাইর ডিগ্রি কলেজের মাঠের সামনে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ অবস্থিত। সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভে কালি ছিটিয়ে দেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলামসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

মুগ্ধমঞ্চ তৈরির উদ্যোক্তা এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, “আমরা খুবই মর্মাহত। এই ঘটনার মাধ্যমে শহীদ মীর মুগ্ধের প্রতি শ্রদ্ধার চেতনাকে আঘাত করা হয়েছে। আমরা এর বিচারের দাবি করছি।”

ওসি মো. আজহারুল ইসলাম জানান, “চিনাইর ডিগ্রি কলেজ মাঠে মীর মুগ্ধের একটি মঞ্চ ছিল। কে বা কারা তার ছবিতে কালি দিয়েছে। পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা কলেজ কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top