বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সাতক্ষীরায় বিষ প্রয়োগে ২০০ বক্স মৌমাছি হত্যা, ক্ষতিগ্রস্ত মৌচাষির নিঃস্ব হওয়ার আশঙ্কা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:৪০

সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকায় একটি আমবাগানে বিষ প্রয়োগ করে প্রায় ২০০ বক্স মৌমাছি হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতের আঁধারে ঘটে এ ন্যক্কারজনক ঘটনা।

এতে কয়েক লাখ টাকার ক্ষতির মুখে পড়ে চরম হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি ও উদ্যোক্তা ওসমান আলী।

স্থানীয় সূত্র জানায়, এ বছর মধু সংগ্রহের জন্য আমবাগানে ২১০টি মৌমাছির বক্স স্থাপন করেছিলেন ওসমান আলী। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করলে এর মধ্যে ২০০টি বক্সের মৌমাছি মারা যায়।

ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী বলেন,

“মৌমাছির এই বক্সগুলোই ছিল আমার জীবিকার একমাত্র পথ। হঠাৎ এভাবে বিষ দিয়ে সব শেষ করে দিল। আমি এখন পথে বসে গেলাম। মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত অপরাধীরা শনাক্ত না হলে নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম। তিনি বলেন,

“ওসমান আলী অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন। আমরা তার পাশে আছি এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সব মৌচাষিকে নিয়ে আলোচনা করব।”

সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর কবির বলেন,

“মৌমাছি শুধু মধু দেয় না, কৃষি ও পরিবেশে পরাগায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন জঘন্য কাজ পরিবেশের জন্যও হুমকি। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত চাষির পাশে আছে।”

এলাকাবাসী মনে করেন, এমন শত্রুতা বরদাশতযোগ্য নয়। তাদের দাবি—দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top