একইদিনে সাত সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৩:২৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি টানা সাতটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। বিষয়টি জানিয়েছেন বিএনপির উপদেষ্টা ড. মাহাদী আমিন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ড. মাহাদী আমিন জানান, নির্বাচনী প্রচার শুরু করতে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে গভীর রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।
এরপর পর্যায়ক্রমে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকা এবং নারায়ণগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। সব সমাবেশ শেষে বৃহস্পতিবার গভীর রাতে তিনি গুলশানের বাসায় ফিরবেন।
সংবাদ সম্মেলনে মাহাদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনবদ্য ভূমিকা রেখেছেন। সেই ত্যাগ ও অবদানের মূল্যায়ন হিসেবেই বিএনপি চেয়ারম্যান তার সফরগুলোতে পর্যায়ক্রমে ত্যাগী শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে যাচ্ছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক ত্যাগী তরুণ নেতা। ভবিষ্যতের সফরগুলোতেও এ ধরনের নেতাদের সম্পৃক্ত করা হবে বলে জানান মাহাদী আমিন।
তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বুধবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২২ জানুয়ারির প্রথম প্রহরে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনী থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।
ড. মাহাদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং বলেন, সবার দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, এসব নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে বেরিয়ে আসতে হবে।
মাহাদী আমিন বলেন, “আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হোক। জনগণের ভোটের অধিকার যদি সত্যিকার অর্থে মূল্যায়িত হয়, তাহলে ইনশাআল্লাহ বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয় এবং নির্বাচন যেন ত্রুটিমুক্ত ও বিতর্কমুক্ত থাকে। ইতোমধ্যে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাকরিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।