ভূমিকম্পে কাঁপল সিলেট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৩
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪, তবে অনেকেই এটি টের পাননি। ভূমিকম্পটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩:৩০:৪৯ ঘটেছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে। বাংলাদেশে কম্পনের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। তিনি বলেন, “এ ধরনের মৃদু ভূমিকম্প প্রায়শই হয় এবং প্রজ্ঞাপন করা হয় না।”
এছাড়া একই রাতে বঙ্গোপসাগরে ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফ শহরও অল্পমাত্রায় কেঁপেছে। রাত ৩:২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, অল্প ঝাঁকুনি হওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) দেশে আঘাত হানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, এতে অন্তত ১০ জন প্রাণ হারান। পরের দিন (শনিবার) আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাজধানী ঢাকা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। রাজউক সমীক্ষা অনুযায়ী, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে, এবং এতে দুই লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।