বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:১২

সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এ ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংস্থার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি বর্তমানে পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্রও উত্তাল রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর মাছ ধরার নৌকা ও ট্রলারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাত্রা করার নির্দেশ দিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top