শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী আত্মহত্যার জানা গেল কারণ

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৯

ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শুক্রবার দুপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। দীর্ঘদিন যাবৎ মানসিক চাপ ও হতাশার কারণে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) প্রথমে তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে ডুবিয়ে হত্যা করে, পরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

মৃত স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় আটক হয়ে যশোর কারাগারে রয়েছেন।

স্থানীয়রা ও স্বজনরা জানিয়েছেন, স্বামীর দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকার কারণে স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশার মধ্যে দিয়ে এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন। ঘটনার সময় স্বর্ণালীর মা ও বোন ঘরে ছিলেন না।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বর্ণালী ও তার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিতভাবে বলা যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top