শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

নয় মাসের শিশুকে হত্যার পরে ছাত্রলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ২৩:৫৯

সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলায় ৯ মাসের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর মা নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কানিজ সুর্বনা স্বর্ণালী (২২) ও তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেন। স্বর্ণালী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশা ও মানসিক চাপ থেকেই তিনি প্রথমে তার শিশু সন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন। পরে নিজ ঘরের ভেতরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। স্বর্ণালী স্বামীকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। এ কারণে তিনি চরম হতাশায় ভুগছিলেন। সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top