আজ যশোরেশ্বরী দেবি মন্দির পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ১৭:১৭
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের বাংলাদেশ সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের ২য় দিন আজ সকালে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী দেবি মন্দির পরিদর্শন করবেন তিনি।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল শনিবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী শনিবার (২৭ মার্চ) সকালে ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন তিনি।
জেলা প্রশাসক জানান, সাতক্ষীরায় এটি কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম আগমন। মোদির আগমনকে কেন্দ্র করে শ্যামনগরকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর বিশ্রামের বিষয়টিও মাথায় রেখে স্থানীয় ভূমি অফিসকেও সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: সাতক্ষীরা নরেন্দ্র মোদি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশ সফর ভারতের প্রধানমন্ত্রী যশোরেশ্বরী দেবি মন্দির শ্যামনগর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।