হরিণাকুণ্ডুতে থানা পুলিশের ওপেন হাউজ ডে
হরিণাকুণ্ডু থেকে | প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ১৮:২৯
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মার্চ) বিকালে কাঁপাশহাটিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।
হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে ও ওসি (তদন্ত) এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, কাঁপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু, প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাধুখাঁ প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ,আত্মহত্যার সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম হরিণাকুণ্ডু থানা কমপ্লেক্সে স্থাপিত নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়ষ্ক হেল্পডেক্সের শুভ উদ্বোধন করেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।