সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী এলাকায়
ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ২০:৩৬
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে দুই জন ইট ভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শনিবার ভোর রাতে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরিয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী এলাকায় তাদের বহনকারী পিকআপটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মুন্না ও শফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন ইট ভাটা শ্রমিক। হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন বলে ওসি আরো জানান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সাতক্ষীরা-খুলনা মহাসড়ক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।