গোপালগঞ্জে গরম বাতাস লেগে ৯০ কোটি টাকার বোরো ধানের ক্ষতি
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ২০:৩৩
গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া গরম বাতাসে চলতি বোরো মৌসুমে জেলার ৪১ হাজার কৃষকের ১০ হাজার ৭৫ হেক্টর জমির ধান গরম বাতাসে আক্রান্ত হয়ে ৯০ কোটি টাকার ধানের ক্ষতি হয়েছে। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ ও দরিদ্র প্রান্তিক কৃষকদের প্রণোদনার জন্য তালিকা প্রস্তুতির কাজ শুরু করনা হয়েছে। ৫ এপ্রিল রাতে ঝাড়ের পর আধা ঘণ্টার গরম বাতাসে জেলা ৫টি উপজেলার ১০টি ইউনিয়নে এ ক্ষতি হয়।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দু কুমার রায় জানিয়েছেন, ৫ এপ্রিল রাতে গোপালগঞ্জের উপর দিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপী বয়ে যায় গরম বাতাস। তখন ছিল ধানের ফ্লাওয়ারিং অবস্থা। এতে জেলার পাঁচ উপজেলার ৪১ হাজার কৃষকের ১০ হাজার ৭৫ হেক্টর জমির ধান গরম বাতাসে আক্রান্ত হয়। যা আবাদের শতকরা ৬ ভাগ ক্ষতি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৯০ কোটি টাকা।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষকের মধ্য থেকে ২২ হাজার ৬শ’ দরিদ্র ও প্রান্তিক কৃষকের তালিকা প্রস্তুতির কাজ চলছে। তালিকা সম্পন্ন হলে সংশ্লিষ্ট বিভাগে আর্থিক প্রনোদনার জন্য পাঠানো হবে। সরকার মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে কৃষকদের কাছে প্রনোদনার অর্থ পাঠাবেন।
তারা পরিদর্শন শেষে গরম বাতাসের কারণেই যেসব ধান কেবলমাত্র দুধ অবস্থায় বা ফ্লাওয়ারিং অবস্থায় ছিল সেসব ধানই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। তাঁরা কৃষকদেরকে তখন ধানের গোড়ায় পানি জমিয়ে রাখার পরামর্শ দিয়েছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।