রমজান উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০২:০৪
অদ্য বুধবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের তত্ত্বাবধানে কক্সবাজার জেলার চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফের ৫৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আটা, ছোলা ও লবণ) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপকূল/চরঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহীকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় পূর্ব জোনের অধিনস্থ স্টেশান কক্সবাজার, স্টেশান মহেশখালী, স্টেশান ইনানী, স্টেশান হিমছড়ি এবং আউটপোস্ট বাহারছড়া কর্তৃক কক্সবাজার জেলার নুনিয়াছড়া এলাকা, চকরিয়া থানাধীন বদরখালী ১৪ নং ইউনিয়ন পরিষদের ০২, ০৩, ০৪ ও ০৫ নং ওয়ার্ড, উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ০৬, ০৭ ও ০৮ ওয়ার্ড, রামু থানাধীন কুনিয়াপাড়া ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের পেঁচারদ্বীপ ও মংলাপাড়া, টেকনাফ থানাধীন বাহারছড়া ০৫ নং ইউনিয়ন পরিষদের ০২, ০৩, ০৪ ও ০৫ নং ওয়ার্ডের সর্বমোট ৫৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আটা, ছোলা ও লবন) বিতরণ করা হয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।