করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে ভারত থেকে আসা শ্রমিকেরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মে ২০২১, ১৯:১৮
করোনার নতুন ধরণে নাজেহাল হয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারত। এমন পরিস্থিতিতেও চালু রয়েছে দেশটির সঙ্গে আমদানি-রপ্তানি। তবে দু’দেশের মধ্যকার কোনও বন্দরেই শ্রমিকদের জন্য নেই ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা।
ফলে করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে ভারত থেকে আসা শ্রমিকরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে বাংলাদেশের পরিস্থিতিও ভারতের মতো ভয়াবহ হতে পারে।
কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে সারা ভারতের ওপর দিয়ে। প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনগুলোর রেকর্ড। হাসপাতাল চিকিৎসা দিয়ে কূল-কিনারা পাচ্ছে না। অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গেছে।
এমন বাস্তবতায় যাত্রী পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এক্ষেত্রে বন্দরগুলোতে মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি।
ট্রাকচালক ও শ্রমিকরা বলছেন, বাংলাদেশে প্রবেশের সময় কোনও জীবাণুনাশক দেয়া হয়নি। স্প্রে কিংবা স্যানিটাইজারের ব্যবস্থাও নেই।
বন্দরে দু’দেশের শ্রমিকরা মিশছেন কোনও ধরণের স্বাস্থ্য-সুরক্ষা ব্যবস্থা ছাড়াই। মাস্ক পরছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে করোনার ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণ নিয়ে চরম আতঙ্কে আছেন বন্দর এলাকার বাসিন্দারা।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।