৬৫ আরোহী নিয়ে সাগরে তলিয়ে গেল একটি ফেরি, স্বপ্নই পরিণত হলো দুঃস্বপ্নে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ১৩:৫০

পর্যটকদের স্বপ্নের দ্বীপ বালি। কিন্তু সেই স্বপ্নই এক রাতে পরিণত হলো দুঃস্বপ্নে। ৬৫ আরোহী নিয়ে সাগরে তলিয়ে গেল একটি ফেরি—নিখোঁজ এখনো ৪৩ জন!
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে যাত্রা শুরু করেছিল ফেরি ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’। লক্ষ্য ছিল বালির গিলিমানুক বন্দরে পৌঁছানো, যা মাত্র ৫০ কিলোমিটার দূরে। কিন্তু যাত্রার ৩০ মিনিটের মাথায় সাগরে তলিয়ে যায় ফেরিটি।
ফেরিটিতে ছিল ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ২২টি যানবাহন—এর মধ্যে ১৪টি ছিল বড় ট্রাক। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত পাওয়া গেছে চারজনের মরদেহ।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, উদ্ধার করা হয়েছে ২৩ জনকে। তাদের অনেকে ঢেউয়ের সঙ্গে দীর্ঘক্ষণ ভেসে থাকায় ছিলেন অচেতন। রাতভর চলে উদ্ধার অভিযান। ৯টি উদ্ধারকারী নৌযান—যার মধ্যে রয়েছে টাগ বোট ও রাবার বোট—পাঁচ ফুটের ঢেউয়ের মাঝেও লড়ছে জীবনের জন্য।
তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪৩ জন। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে তল্লাশি। এই ভয়াবহ ট্রাজেডি আবারও মনে করিয়ে দিল, সাগরপথ কতটা অনিশ্চিত হতে পারে। ভুক্তভোগীদের পরিবার এখন একটুখানি খবরে অপেক্ষায় প্রহর গুনছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।