উত্তাল মেঘনায় যাত্রী পারাপার করছে ছৈয়াল সিন্ডিকেট
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৯ মে ২০২১, ০০:৩০
লক্ষ্মীপুরে অবৈধ ভাবে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী আনা নেওয়া করছে অসাধু ট্রলার মালিকরা। আর এই সব ট্রলার মালিকদের সহযোগীতা করছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুপ ছৈয়াল পরিবারের লোকজন। ছৈয়াল সিন্ডিকেটের সদস্যরা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে এ কাজ করছে।
লকডাউন অমান্য করে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে চলছে ট্রলার। মতির হাট ও মজু চৌধুরীর হাট এলাকা থেকে এসব ট্রলার স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রী পারাপার করছে। নৌ পথে লঞ্চ, ট্রলার, স্প্রিট বোর্ডে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও ঝুঁকি নিয়ে মেঘনা পাড়ি দিচ্ছে ভোলা বরিশালসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। অবৈধ ভাবে পাড়ি দিচ্ছে উত্তাল মেঘনা। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাক, মাইক্রো, সিএনজি, রিক্সা দিয়ে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ নানা অজুহাতে মজু চৌধুরী হাট লঞ্চ ঘাটে আসে। ঘাটে কোন লঞ্চ বা সিট্রাক না থাকায় যাত্রীরা বিপাকে পড়ে। এই সুযোগে যাত্রীদের জিম্মি করে বিকল্প পথে নদী পার করছে ছৈয়াল সিন্ডিকেট।
নৌ পথে চলাচলের নিষেধাজ্ঞা থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল মেঘনা নদী পাড়ি দিচ্ছে তারা। এই সুযোগে কিছু অসাধু ট্রলার মালিক যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে। তবে ঘাটে নৌ-পুলিশ ও ফাঁড়ি পুলিশ থাকলেও তাদের কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। অনুমোদনহীন এইসব ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপারে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে উত্তাল মেঘনায়।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।