সৈয়দপুরে দোকান মালিকের বিরুদ্ধে ভাড়াটিয়ার সংবাদ সম্মেলন
নীলফামারী থেকে আমিরুল হক | প্রকাশিত: ১২ মে ২০২১, ১৯:৩১
নীলফামারীর সৈয়দপুরে মেয়াদপূর্তির আগেই দোকানের ভাড়াটিয়াকে জোরপূর্বক বের করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার ( ১১ মে) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের আইয়ুব পেট্টোল পাম্পের সামনে ব্যবসা প্রতিষ্ঠানে ওই সম্মেলনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাইয়ুম হাসান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাইয়ুম বলেন, বিগত ১লা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ তারিখে রেজাউল করিমের কাছে ওই দোকান ঘরটি ভাড়ায় নেন। সেখানে তিনি বর্ষা ইলেক্ট্রনিক্স নামে ব্যবসা শুরু করেন। ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত মেয়াদ উল্লেখ করা হয়। কিন্তু মালিকপক্ষ ওই ব্যবসা প্রতিষ্ঠান হতে বিভিন্ন সময়ে মালামাল বাকি নিয়ে মোটা অংকের বকেয়া রাখেন। উক্ত টাকা চাইতে গেলে মালিকপক্ষ তাকে দোকান ছাড়ার হুমকি দেয়। এর আগেও মালিকপক্ষ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আর্থিক ক্ষতিসাধন করেন। ওই ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-১৮৮/২০। বর্তমানে মামলাটি চলমান আছে।
এদিকে, গত ৫ মে সকালে মালিকপক্ষের অজ্ঞাতনামা ৭-৮ জন এসে ওই দোকানের উপরের ৩৭টি টিন ও সাইনবোর্ড খুলে ফেলে। দোকানের উপরে টিন না থাকায় বৃষ্টির পানিতে ওই ব্যবসায়ীর প্রায় ৮ লক্ষাধিক টাকার আসবাবপত্র নষ্ট হয়েছে বলে তিনি দাবী করেন। করোনা মহামারীর এ সময়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও আর্থিক ক্ষতি করার ন্যায় বিচার চান ওই ব্যবসায়ী।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।