কচুয়ায় আ.লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৩ মে ২০২১, ০১:১৫
![কচুয়ায় আ.লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১](https://www.newsflash71.com/uploads/shares/Hamla-Newsflash71-Recovered-2021-05-12-17-14-56.jpg)
বাগেরহাটের কচুয়ায় উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (১২ মে) মধ্য রাতে দেলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেন। ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে মামলার আসামি করা হয়েছে। ওই রাতেই এজাহারভুক্ত আসামি মো. শহীদ শেখকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শহীদ শেখ কচুয়া উপজেলার ভান্ডারকোলা গ্রামের মৃত সায়েব আলীর ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (১০ মে) সন্ধ্যা ও মঙ্গলবার (১১ মে) গভীর রাতে দুই দফায় দেলোয়ার হোসেনের ভান্ডারকোলার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু ও তার সমর্থকরা। এতে মো. দেলোয়ার হোসেনসহ অন্তত চারজন আহত হন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।