ভারত ফেরত কিশোরীর মামলার পর গ্রেপ্তার ৩
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২১, ২১:৫১
ভারতে পাচার হয়ে নির্যাতনের শিকার এক কিশোরীর মামলার পর নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ থেকে বুধবার সকালে এক বার্তা পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বার্তায় বলা হয়, ভারতে পাচার হওয়া এক কিশোরী ৩ মাস নির্যাতনের ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করার পর ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এই তিন জনের একজন একহাজার নারী পাচার করেছে।
ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি বাংলাদেশের ২২ বছরের এক তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়।
ওই ঘটনায় ভারতের বেঙ্গালুরু পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে টিকটক হৃদয় বাবুসহ দুজন পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। ধারণা করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।