সৈয়দপুর পৌরসভার হ-য-ব-র-ল বাজেট পেশ
নীলফামারীর সৈয়দপুর থেকে | প্রকাশিত: ২৯ জুন ২০২১, ০৭:৪০
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার বাজেট অধিবেশন হ-য-ব-র-ল অবস্থার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুন) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে ২০২১-২২ অর্থ বছরের ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন নয়া মেয়র রাফিকা আকতার জাহান। পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীনের সঞ্চালনায় বাজেট অধিবেশনটি নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে এক হতে ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর ও পাঁচজন সংরক্ষিত নারী কাউন্সিলর বক্তব্য শুরু করেন।
একঘেয়েমি ও তোষামোদি বক্তব্যে বিরক্ত হয়ে সংবাদিক, সুধিজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ একে একে অনেকে অধিবেশন থেকে বের হয়ে যান। তবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নামাজ ও খাবারের জন্য উঠে গেলে গুঞ্জন ওঠে অধিবেশন বয়কট করার।
এসময় মেয়র রাফিকা আকতার জাহান মাইকে ওইসব নেতৃবৃন্দের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অধিবেশনে দেখা দেয় বিশৃঙ্খলা । পরে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী মেয়রকে শান্ত করার চেষ্টা করেন।
প্রায় ঘন্টাখানিক পর নিজেদের প্রয়োজন সেরে ওইসব নেতৃবৃন্দ অধিবেশনে ফিরে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বক্তব্যে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, অধিবেশনে যোগ দিতে দলীয় মেয়র হিসেবে তার (মেয়র) কাছ থেকে সরাসরি একটি ফোন কল আশা করেছিলাম, কিন্তু আমরা তা পাইনি।
অন্যদিকে, পৌরসভার ওই অধিবেশনে খসড়া বাজেটের কপি সরবরাহ না করায় অসন্তোষ প্রকাশ করেন সংবাদকর্মীরা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মেয়রের বাজেট ঘোষণার সময় সংবাদকর্মীদের হাতে ধরিয়ে দেওয়া হয় বাজেটের খসড়া। মাইকে মেয়রের বাজেট ঘোষণার মাধ্যমে শেষ করা হয় অধিবেশন।
বাজেটের ওপর সংবাদকর্মীদের প্রশ্ন করার কোন সুযোগ না দিয়েই ওঠে যায় পৌর পরিষদ। সংবাদকর্মী জিকরুল হক বলেন, ১শ’ ৩১ কোটি ১৯ লক্ষ ৬৩ হাজার ৪শ’ ৫৬ টাকার ওই বাজেটে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কোন বরাদ্দ রাখা হয়নি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা রুহুল আলম মাস্টার বলেন, ওই বাজেট গতানুগতিক হয়েছে। ওখানে স্থান পায়নি বন্যপ্রাণী-জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির কোন বিষয়।
সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবীর বলেন, পৌরসভার সাবেক চেয়ারম্যান বা মেয়রদের মধ্যে আমিই একমাত্র জীবিত। তাছাড়া আমার বাবা সৈয়দপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আমি স্বাধীনতা পরবর্তী পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র (তৎকালীন চেয়ারম্যান)। বর্তমান পরিষদ আমাকে আমন্ত্রণ জানানোর সৌজন্যবোধটুকুও দেখায়নি পৌর পরিষদ।
তিনি আরও বলেন, বিগত বাজেটে ক্যাবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচার ও টেলিফোনে নাগরিকদের প্রশ্নোত্তরের সুযোগ থাকতো কিন্তু এবার তা করা হয়নি। এতে পৌরবাসী বাজেটের ওপর তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদানে বঞ্চিত হয়েছেন।
চলমান করোনা পরিস্থিতিতে পৌরসভার বাজেট অধিবেশনের বিষয়ে জানতে চাইলে, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম বলেন, চলমান সরকারি বিধি-নিষেধ উপেক্ষিত হয়েছে কিনা আমি খতিয়ে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফামারীর সৈয়দপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।