সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১ জুলাই ২০২১, ২৩:৪৪

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু, অক্সিজেন সংকটে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের, কর্তৃপক্ষের দাবী যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক অক্সিজেনের প্রেসার কমে যায়।

সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর মিছিল ভারী হয়ে উঠেছে। গেল ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চার জন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এটি জেলার সর্বোচ্চ মৃত্যুর হার।

এনিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৪ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ৩৫০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৫২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৪৯ দশমিক ৫ শতাংশ।

এদিকে, করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেনে যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত অক্সিজেন সরবরাহে ফ্লো কমে যায়। এই সময়ে কয়েকজন রোগী মারা যাওয়ার খবর পাওয়া যায়। তবে, মারা যাওয়া রোগীদের স্বজনদের অভিযোগ, অক্সিজেন সংকটের কারণে তাদের স্বজনদের মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন দায়িত্বশীল কর্মকর্তা নিজের নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, অক্সিজেন সংকটের কারণে আইসিইউতে ২ জন ও সিসিইউতে ২ জন করোনা পজিটিভ নিয়ে এবং বাকি ৪ জন করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে মারা গেছেন।

তবে, হাসপাতালটি তত্ত্বধায়ক ডাঃ কুদরাত-ই-খুদা জানান, সেন্ট্রাল অক্সিজেনে যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় অক্সিজেন সরবরাহের প্রেসার (ফ্লো) কমে যায়। আবার দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। তবে, ওই সময়ের মধ্যে চার জন মারা গেছেন বলে তিনি দাবী করেন।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন ডা: শাফায়াত জানান, মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের কোন সংকট দেখা দেওয়ার কথা ছিলনা। সেন্ট্রাল অক্সিজেন ছাড়াও সেখানে ৭০টির অধিক সিলিন্ডার রয়েছে। এখানে দায়িত্বশীলদের কোন গাফিলতি ছিলো কিনা বিষয়টি খতিয়ে দেখবে স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, মেডিকেল তত্বাধয়াককে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন দেখে প্রয়োজন পড়লে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top