পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ২১:২৩

পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে রবিবার (১৭ অক্টোবর) থেকে। প্রস্তুত বিশ্বকাপের ভেন্যু ওমান আর আরব-আমিরাত।

এবারের আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৮ সালে হবার কথা ছিলো। কিন্তু ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য আসরটি বাতিল করা হয়। এরপর ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হবার কথা থাকলেও করোনার স্থগিত হয়ে যায়। দীর্ঘ পাঁচ বছর পর মরুর বুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি হতে যাচ্ছে।

বিশ্বকাপের উদ্বোধন মাস্কাটের আল আমেরাত স্টেডিয়ামে। বিশ্বকাপের প্রথম দিন রবিবার রয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় লড়বে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। আর রাত ৮টায় লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

এবারের আসরে মোট ১৬ দল অংশ নিচ্ছে। বাছাই পর্বের দুটি গ্রুপে রয়েছে আটটি দল। আর সুপার টুয়েলভে দু’গ্রুপে আছে আটটি দল।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top