রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

৭৭ রানে অলআউট শ্রীলঙ্কা

সুজন হাসান | প্রকাশিত: ৪ জুন ২০২৪, ১৭:৫১

ছবি: সংগৃহীত

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহ দাঁড় করেছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে ৭৭ রানেই গুটিয়ে গিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। বিপরীতে দক্ষিণ আফ্রিকা ধীরগতির এক ইনিংস খেললেও তাতে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। এমন বাজে পারফরম্যান্সের পর লঙ্কান খেলোয়াড়দের মাঝে হতাশা কাজ করাই স্বাভাবিক। 

 দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচে দুঃস্বপ্নের মতো ব্যাটিং করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট সিংহলিজরা। নিউইয়র্কের ড্রপ-ইন পিচে শ্রীলংকাকে দাঁড়াতেই দেয়নি প্রোটিয়া বোলাররা। ছোট টার্গেট তাড়া করতে নেমে ২৩ রানের মধ্যে রিজা হেনড্রিকস (৪) ও এইডেন মার্করামকে (১২) হারায় শ্রীলংকা। কুইন্টন ডি কক (২০) ও স্ত্রিস্তান স্টাবস (১৩) স্থিতি আনার পর তারাও বিদায় নেন দলীয় ৫৮ রানের মধ্যে। এরপর হাইনরিখ ক্লাসেন (১৯*) ও ডেভিড মিলার (৬*) অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে নোঙর করান। প্রোটিয়ারা ৬ উইকেট ও ২২ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে। ৪ উইকেট শিকারী নরকিয়া হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

নিউইয়র্কে নবনির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজই প্রথমবারের মতো নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ মাঠে গড়াচ্ছে। প্রথম ম্যাচেই বিপর্যস্ত শ্রীলংকা। ‘ডি’ গ্রুপের এই ম্যাচে টস জিতে ব্যাটিং নেয়া লংকানরা শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশর নিচেই গুটিয়ে যায়।

৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়া। এছাড়া পেসার কাগিসো রাবাদা ২১ রানে ২টি ও স্পিনার কেশব মহারাজ ২২ রানে ২টি উইকেট নেন। শ্রীলংকার পক্ষে কুশল মেন্ডিস ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ রান করেন।

আগামী ৮ জুন ডালাসে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top