রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জঙ্গি হামলার আশঙ্কা

সুজন হাসান | প্রকাশিত: ৬ মে ২০২৪, ১৬:০১

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন হুমকি দিয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ১ মাসও বাকি নেই। এ বারের আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মাঝে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে বড়সড় আশঙ্কার খবর শোনা যাচ্ছে। ক্রিকবাজ নামের এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী পাকিস্তানের (Pakistan) উত্তর অংশ থেকে জঙ্গি হামলার হুমকি (Terror Attack Threat) পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

উত্তর পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন প্রো-ইসলামিক স্টেট (দাইশ) এই হুমকি দিয়েছে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তারা দাবি করেছে যে বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। যে সংবাদমাধ্যমে এই খবর বেরিয়েছে সেটি ইসলামিক স্টেট সংগঠন চালায়।

এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার দায়িত্ব তাদের। সেই কাজ তারা করবে।

উন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভস বলেন, আমরা আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যে কয়েকটি মাঠে বিশ্বকাপ হবে সেখানে ও টিম হোটেলে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে তা নিশ্চিত করা হবে। আমি সব দেশকে জানিয়ে দিতে চাই, যে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।

আগামী ২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে এই প্রথম কোনো বিশ্বকাপে ২০টি দেশ খেলবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top