মুহাম্মদ (সা:) কে কটুক্তি: ফ্রান্সে সাইবার অ্যাটাক বাংলাদেশি হ্যাকারদের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ২২:২৪
নিজস্ব প্রতিবেদকঃ
মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি একটি হ্যাকিং টিম। শনিবার ( ২৪ অক্টোবর) মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালায় বলে জানিয়েছেন কমিউনিটির একাধিক সদস্য।
ওয়েবসাইটগুলো হ্যাক করার পর সেগুলোর সব কন্টেন্ট মুছে দিয়ে ‘বিশ্ব নবীকে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ক্ষমা না চাওয়া পর্যন্ত এইরকম হামলা চলতেই থাকবে’ লেখে প্রদর্শন করা হয়। ‘সাইবার৭১’ টিমের সদস্যরা জানান, ফ্রান্সের সাইবার স্পেসেও আরো বড় ধরনের হামলার প্রস্তুতি রয়েছে তাদের।
‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও লিংকগুলো পোস্ট করে হ্যাক করার বিষয়টি নিশ্চিত করেন তারা। তারা জানান, ‘যেসব দেশ রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ করেছে তাদের ওয়েবসাইটগুলোতে বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত।’
হ্যাক করা আটটি ৮ টি ওয়েবসাইটের তথ্য ফেইসবুকে প্রকাশ করা হলেও ফ্রান্সের কমপক্ষে ৪০-৫০ টি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে ‘সাইবার ৭১’ সদস্যরা।
এনএফ/এবিআর/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।